১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদটি শার্শা উপজেলা হতে উত্তর দিকে প্রায় ১৫ কিঃ মিঃ দুরে শার্শা -কাশিপুর পাকা সড়কের পাশে অবস্থিত। ইউনিয়ন পরিষেদের আয়তন ২৫.৩৬ বর্গ কিঃ মিঃ, ওয়ার্ডের সংখ্যা -০৯টি,গ্রামের সংখ্যা-১৬টি, হাট বাজারের সংখ্যা-০৪টি,মৌজার সংখ্যা -১৩টি, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- বেসরকারী কলেজ ০১টি, মাদ্রাসা-০৩টি,মাধ্যমিক বিদ্যালয় -০৩টি,প্রাথমিক বিদ্যালয় সরকারী -১৩তি। তাছাড়া বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মাদের মাজার দেখতে হলে নিজামপুর ইউনিয়ন পরিষদ থেকে ০৮ কিঃ মিঃ উত্তরে শার্শা কাশিপুর রোড ধরে গেলেই দেখা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS